আপনি যে পণ্য নিয়ে ব্যাবসা করতে চান বা করবেন প্রথমে সেই পণ্যের জন্য নিজেকে কাস্টমার হিসেবে চিন্তা করুন।দেখুন আপনাকে যদি কোন বিক্রেতা এই পণ্যটি কিনতে বলে তাহলে আপনি কিনবেন কিনা, আপনি কত দাম হলে কিনবেন,বাকি বিক্রেতাদের পণ্য না কিনে কেন আপনি এই বিক্রেতার পণ্যটি কিনবেন?
যখন আপনি কাস্টমার হিসেবে এই পণ্য কেনার জন্য আগ্রহী হবেন তখন আপনি ধরে নিতে পারেন ঐ পণ্য নিয়ে ব্যাবসা করতে পারবেন বা কাস্টমার পাবেন!
এখন শুধুমাত্র নিজেকে দিয়েই কি রিসার্চ করবেন?
উত্তর হচ্ছে না!
কারণ অনেক সময় আপনি বিজনেস করতে চান বলে ঐ পণ্যের জন্য আপনার দুর্বলতা কাজ করতে পারে!
তাই নিজেকে কাস্টমার হিসেবে রিসার্চ করার পর নিজের আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধবদের,সোশ্যাল মিডিয়া তে রিসার্চ করে দেখুন আপনার এই পণ্যের প্রতি তাদের আগ্রহ আছে কিনা। যদি আগ্রহ থাকে তাহলে আপনি সেই পণ্য নিয়ে কাজ শুরু করতে পারেন!আর যদি দেখেন রেস্পন্স ভালো না তাহলে ঐ পণ্য নিয়ে কাজ করার প্ল্যান ড্রপ করেন।
পণ্য সিলেকশন ও মার্কেট রিসার্চ হচ্ছে বিজনেসের মূল ভিত্তি।ঠিকমত রিসার্চ না করে মাঠে নামলে লসের সম্মুখিন হতে হয়