শিপিং মার্ক কি ও কত ধরণের?

শিপিং মার্ক এক ধরণের চিহ্ন বা সংকেত যার মাধ্যমে কোন কন্সাইনমেন্টকে আইডেন্টিফাই করা হয়ে থাকে তাকেই সাধারণত শিপিং মার্ক বলা হয়।

একটি শিপমেন্ট কার্টুনকে চিহ্নিত করার জন্য বিভিন্ন ধরণের শিপিং মার্ক ব্যবহার করা হয়ে থাকে।

হ্যান্ডেলিং মার্কঃ
একধরণের ভিজুয়াল সংকেত যার মাধ্যমে প্রোডাক্ট হ্যান্ডেলিং এর নির্দেশনা দেয়া হয় (লোডিং- আনলোড ও মুভ করার সময়)।

কনসাইনি মার্ক ও বিবরণিঃ
ইমপোর্টারের নাম, লোগো, পণ্যের বিবরণী, ওয়েট, অর্ডার নাম্বার এখানে উল্লেখ থাকে।

কার্টুন নাম্বার ও সাইজঃ
একের অধিক কার্টুন একটা কন্সাইন্মেন্টে থাকলে সেগুলো ভিন্ন ভিন্ন নাম্বার দিয়ে চিহ্নিত করা হয়। এখানে কার্টুন এর সাইজ ও মেনশন করা থাকে।

ওয়েট মার্কসঃ
কার্টুন এর ওয়েট মেনশন করা খুবই গুরুত্তপূর্ণ বিষয়। এখানে দুই ধরণের ওয়েট মেনশন করা থাকে-
1.গ্রোস ওয়েট (কার্টুনসহ প্রোডাক্টের ওয়েট)
2.নেট ওয়েট (শুধুমাত্র প্রোডাক্টের ওয়েট)

কান্ট্রি অব অরিজিনঃ
ইমপোর্টকৃৎ প্রোডাক্ট কোন দেশে ম্যানুফাক্সারিং বা উৎপাদন হয়েছে সেটা এখানে মেনশন করা থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *