আমদানি পণ্যের মার্কেট রিসার্চ-

একজন আমদানিকারকের জন্যে মার্কেট রিসার্চ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মার্কেট রিসার্চ না করে পণ্য আমদানি করলে লসের সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায়।এই মার্কেট রিসার্চ স্টেপ বাই স্টেপ প্রসেসের মধ্য দিয়ে সম্পন্ন করতে হয়।

আজকে আমরা কিভাবে মার্কেট রিসার্চ করতে পারব সেই বিষয় নিয়ে কথা বলব।

আপনি যে পণ্য আমদানি করবেন সেই পণ্য আপনি পাইকারি মার্কেটে সেল করবেন নাকি খুচরা মার্কেটে সেল করবেন সে বিষয়ে আপনার আগে সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি পাইকারি মার্কেটের জন্য পণ্য আমদানি করেন আপনার অনেক বেশি পণ্য আমদানি করতে হবে, আর যদি খুচরা মার্কেটে পণ্য বিক্রি করেন তাহলে কম পরিমানে আমদানি করলেও চলবে।আপনি যে মার্কেটের জন্য পণ্য আমদানি করবেন, আমদানি করার পূর্বেই আপনার সেই মার্কেট রিসার্চ করতে হবে। সেই মার্কেটে আপনি যে পণ্য আনবেন সেটা কেমন দামে বিক্রি হয়, সেটার চাহিদা কেমন। সবকিছু দেখার পর যদি মনে হয় যে আপনি পণ্য নিয়ে এসে বিজনেস করতে পারবেন ঐ মার্কেটে তখনই আপনি আপনার পণ্য আমদানি করবেন।

একজন নতুন আমদানিকারকের আরও অনেক কিছু রিসার্চ করতে হয়-
যেমন সে যে পণ্যটি আমদানি করবে সে পন্যটি চকবাজারের আমদানিকারকেরা আমাদনি করে কিনা। তারা যদি ঐ প্রোডাক্ট আমদানি করে তাহলে আপনার জন্য ঐ পণ্যের বিজনেস করা অনেক কঠিন হয়ে পরবে। এর কারণ হচ্ছে এই আমদানিকারকেরা অনেক বেশি পরিমানে পণ্য আমদানি করে থাকে । যখন বেশি পণ্য আমদানি করে তখন স্বাভাবিকভাবেই সেই পণ্যের দাম অনেক কমে যায়।

এর পরে দেখতে হবে সে যে পণ্য আমদানি করবে সে পণ্য ইন্ডিয়া থেকে আমদানি হয় কিনা। ইন্ডিয়া থেকে বাংলাদেশে যে সমস্ত পণ্য আমদানি হয় তার অধিকাংশই অবৈধ ভাবে আমদানি হয়ে থাকে। তাই নতুন আমদানিকারক যদি ঐ একি পণ্য বৈধ ভাবে আমদানি করে তাহলে সে কিন্তু ঐ পণ্যের বিজনেস করতে পারবেনা। কেননা বৈধভাবে পণ্য আমদানি করলে আপনার খরচ অনেক বেড়ে যায়।

এর বাইরে আরও অনেক বিষয় থাকে যেগুলো আগে থেকে রিসার্চ করে পণ্য আমদানি করা উচিৎ।

জয়েন করতে বা বিস্তারিত জানতে  ক্লিক করুন 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *