FCL ( এফ সি এল ):
FCL এর ফুল ফর্ম হচ্ছে ফুল কন্টেইনার লোড। সহজ ভাষায় যদি বলি, এই কন্টেইনার একটা সিঙ্গেল কন্সাইনমেন্ট এর জন্য ব্যবহৃত হয়। ধরেন আপনি FCL এ পণ্য আমদানি করবেন সেক্ষেত্রে ঐ কন্টেইনারে শুধুমাত্র আপনার পণ্য থাকবে মানে ঐ কন্টেইনার শুধুমাত্র আপনার পণ্য শিপিং এ ব্যাবহার হবে। FCL এর সুবিধা হচ্ছে শুধুমাত্র একটি কন্সাইনমেন্ট বা একজনের পন্য আসায় পণ্য ড্যামেজের কোন চান্স থাকে না। আপনার আমদানি পণ্য যদি কোন সেনসিটিভ (যেমনঃ ভঙ্গুর) হয় তাহলে FCL আপনার জন্য বেস্ট। FCL এ পণ্য আনতে গেলে অবশ্যই আপনার খরচ বেশি হবে।
LCL ( এল সি এল ):
LCL এর ফুল ফর্ম হচ্ছে লেস দ্যান কন্টেইনার লোড। সহজ ভাবে বললে এই কন্টেইনার একাধিক কন্সাইনমেন্টের জন্য ব্যবহার করা হয়, মানে একাধিক আমদানিকারক বা রপ্তানিকারকের শিপমেন্ট সেখানে থাকে।
ধরুন আপনি যে পণ্য আমদানি করবেন সে পণ্যের জন্য ফুল কন্টেইনারের ( ২০ ফিট বা ৪০ ফিট) প্রয়োজন নাই, সেক্ষেত্রে আপনি LCL কন্টেইনার ব্যবহার করতে পারেন। ছোট শিপমেন্ট যেগুলো কম খরচে পাঠানোর দরকার হয় সাধারণত সেক্ষেত্রে LCL শিপমেন্ট করা হয়।
LCL শিপমেন্টের ক্ষেত্রে সতর্কতাঃ
অবশ্যই পণ্যের প্যাকেজিং ভালো হতে হবে কারণ একাধিক আমদানিকারকের পণ্যের শিপমেন্ট হওয়ার কারনে পণ্যের ড্যামেজের চান্স থাকে। সেক্ষেত্রে প্যাকেজিং ভালো হলে পণ্যের ড্যামেজের আশংকা থাকে না।
আপনার পণ্য যদি ইমারজেন্সি দরকার হয় সেক্ষেত্রে LCL শিপমেন্ট পরিহার করাই শ্রেয়!