শর্তাবলী
আপনি যদি আমাদের কোর্স বা আমাদের যেকোনো পরিসেবার অর্ডার দেন, তাহলে আমরা যে শর্তাবলী অফার করি সে সম্পর্কে আপনার সম্পূর্ণ অধিকার রয়েছে।
২। আপনার অ্যাকাউন্ট বা শংসাপত্রগুলি শেয়ার করা যাবে না। এটি শুধুমাত্র আপনার ব্যক্তিগত ব্যবহারের জন্য। আপনি এটি কারো সাথে শেয়ার করতে পারবেন না। করা হলে, আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে।
৩। আমাদের কোর্সগুলো শেয়ার করা যায় না। আপনি এটি কারো সাথে শেয়ার করতে পারবেন না। যদি করা হয়, আপনার অ্যাকাউন্ট কোনো নোটিশ ছাড়াই ব্যান হয়ে যেতে পারে।
৪। আপনি আমাদের কোর্স ডাউনলোড বা স্ক্রিন-রেকর্ড করতে পারবেন না। যদি করা হয়, আপনার অ্যাকাউন্ট কোনো নোটিশ ছাড়াই ব্যান হয়ে যেতে পারে।
৫। আমরা আপনার ইমেল ঠিকানা পরিবর্তন করার অনুমতি দিই না/আপনার অর্ডার দেওয়ার সময় আপনি আমাদের সরবরাহ করেছেন এমন অন্য কোনো বিবরণ।
৬। আপনার পুরানো ডিভাইস হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে, আমরা একটি নতুন ডিভাইসের অনুমতি দিই এবং আমরা একটি রিসেট করি। এটি কোর্সের জীবনে একবারই ঘটে। আমরা এটি একাধিকবার করব না।
৭। পাইরেসি বা অননুমোদিত অ্যাকাউন্ট ট্রান্সফারের সন্দেহ থাকলে আমরা রিসেট অস্বীকার করতে পারি।
৮। আমাদের কোর্স বা যেকোনো পণ্য আমাদের সম্পদ। আমরা যেকোন সময় কোর্সের দাম বাড়াতে বা কমাতে পারি। এতে কেউ হস্তক্ষেপ করতে পারবে না।
আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে আপনি আমাদের ইমেল, ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
Email: info@aexim.net
Facebook Page: https://www.facebook.com/eximmacademy
WhatsApp: +8801408189405